দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে : রুহুল কবির রিজভীবাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারততাপপ্রবাহের মধ্যেই আজ খুলছে স্কুল-কলেজযুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটে
No icon

জাল টিআইএনে ট্রেড লাইসেন্স আর নয়

জাল টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) ব্যবহার করে ট্রেড লাইসেন্স নেওয়ার দিন শেষ হতে চলেছে। এজন্য প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্যভাণ্ডারের সঙ্গে সংযোগ স্থাপনে আগ্রহী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুধু তাই নয়, রিটার্ন জমার সংখ্যা বাড়াতে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় টিআইএনের পরিবর্তে রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র বাধ্যতামূলক করতে সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।গত ৯ মার্চ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসকে দুই সংস্থার ডাটাবেজের মধ্যে সংযোগ স্থাপনের অনুরোধ জানিয়ে চিঠি দেন। এতে বলা হয়, প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১; ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য এনবিআর সবার সহযোগিতায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে কর পরিপালন সহজীকরণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ব্যবস্থা প্রবর্তনের জন্য এনবিআর বদ্ধপরিকর। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজীকরণ, যথাযথ কর আহরণ, বিরোধ হ্রাস এবং আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে করদাতার সংখ্যা গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত করতে দক্ষিণ সিটি করপোরেশনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সঙ্গে এনবিআরের ডিজিটাল তথ্যভাণ্ডারের অনলাইন সংযোগ স্থাপন ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান দরকার।