পাকিস্তানের হামলা, ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউটআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াসাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তিভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা জানাল ইইউভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা
No icon

নববর্ষের শোভাযাত্রায় থাকবে শহীদ আবু সাঈদের ভাস্কর্য

নববর্ষের শোভাযাত্রায় রাজধানীর রাজপথে থাকবেন শহীদ বীর আবু সাঈদ। তাঁর দুই হাত প্রসারিত বুক টান করে দাঁড়ানোর অকুতোভয় দৃশ্যটি ইতিমধ্যে বীরত্বের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। সেই দৃশ্য ভাস্কর্যে তুলে আনা হবে বাংলা নববর্ষের শোভাযাত্রায়। শহীদ আবু সাঈদের ভাস্কর্য হবে ২০ ফুট দীর্ঘ।

এ শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। গতকাল সোমবার অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ প্রথম আলোকে শোভাযাত্রার বিষয়ে জানান। তিনি বলেন, এ শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক।

চারুকলা ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা।