টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবারদেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার১৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাসউপজেলা ভোট নির্বিঘ্ন করতে মাঠে পুলিশ র‍্যাব বিজিবিআগামী শুক্র ও শনি ঢাকায় সমাবেশ করবে বিএনপি
No icon

বন্ধ স্টেশন চালু করবে রেলওয়ে

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৪৮৩টি স্টেশন চালু রয়েছে, বন্ধ ১১১টি। কয়েকটি স্টেশনকে আংশিক চালু ধরা যেতে পারে, যেগুলোতে ট্রেন দাঁড়ায় যাত্রাবিলম্বের কারণে। এ অবস্থায় বন্ধ থাকা স্টেশন দ্রুত সময়ের মধ্যে চালু করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। বন্ধ স্টেশন চালু করতে সম্প্রতি স্টেশন মাস্টার ও পয়েন্টস ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ শেষে অধিকাংশ বন্ধ স্টেশন চালু করা হবে।রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান  জানান, বন্ধ স্টেশন চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে দ্রুত এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।রেলওয়ের পূর্বাঞ্চলে গত ২৫ জানুয়ারি বন্ধ স্টেশন চালু করা নিয়ে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তিনটি পর্যায়ে অপারেটিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে পূর্বাঞ্চল। আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপে চালু হবে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিভাগের অধীনে ২৯টি স্টেশন ও চট্টগ্রাম বিভাগের অধীনে চালু হবে বন্ধ থাকা ১৯টি স্টেশন।

প্রথম ধাপে চালুর অপেক্ষায় থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম-গঙ্গাসাগর সেকশনে মিরসরাই। ২০০৮ সালের ২ ডিসেম্বর বি ক্লাসের এ স্টেশন বন্ধ হয়ে যায়। ২০২০ সালের ২৯ ডিসেম্বর বন্ধ হয়ে যাওয়া মুহুরীগঞ্জ, ২০১৮ সালের ২২ নভেম্বর বন্ধ হওয়া শর্শদী, ২০০৯ সালের ৩০ ডিসেম্বর বন্ধ হওয়া আলীশহর, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর বন্ধ হওয়া নাওটি, ২০১৮ সালের ১২ এপ্রিল ময়নামতি ও ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বন্ধ হওয়া গঙ্গাসাগর স্টেশনও চালু হবে। আখাউড়া-ঢাকা সেকশনের শ্রীনিধী স্টেশনটি বন্ধ হয় ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি, ২০২২ সালের ১২ আগস্ট আমিরগঞ্জ, ২০২২ সালের ২৫ জুলাই ঘোড়াশাল স্টেশন বন্ধ হয়ে যায়। প্রথম ধাপে এসব স্টেশনও চালু হবে। এ তালিকায় আরও আছে- ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের সাতমাইর ও ধলা স্টেশন, আখাউড়া-সিলেট-ছাতক বাজার রুটের লংলা, লাকসাম-চাঁদপুর রুটের চিতোষি রোড ও শাহাতলী, লাকসাম-নোয়াখালী রুটের দৌলতগঞ্জ, বজরা, ময়মনসিংহ-ঝারিয়াঝাঞ্জাইল-মোহনগঞ্জ রুটের পূর্বধলা, ঠাকুরাকোনা, মোশারফগঞ্জ, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের জামালপুর কোর্ট, জামালপুর টাউন-বঙ্গবন্ধ সেতুপূর্ব সেকশনে বাউসি, শহীদনগর বারৈপটল ও হেমনগর। চট্টগ্রাম-গঙ্গাসাগর সেকশনের বারৈয়াঢালা স্টেশনটিও চালু হবে প্রথম পর্যায়ে।

দ্বিতীয় পর্যায়ে চালু হবে- ভৈরববাজার-ময়মনসিংহ সেকশনের সোহাগী, চট্টগ্রাম-গঙ্গাসাগর সেকশনের বাড়বকুণ্ড, আখাউড়া-ঢাকা সেকশনের আশুগঞ্জ, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার সেকশনের ইজ্জতপুর, নুরুন্দি, ভৈরববাজার-ময়মনসিংহ সেকশনের কালিকাপ্রসাদ, নীলগঞ্জ ও বিষকা, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার সেকশনের উমেদনগর ও বেগুনবাড়ী, চট্টগ্রাম-গঙ্গাসাগর রুটের মস্তাননগর ও কালীদহ, চট্টগ্রাম-নাজিরহাট সেকশনের সরকারহাট ও ঝাউতলা স্টেশন।তৃতীয় ধাপে চালু হবে আখাউড়া-সিলেট-ছাতকবাজার সেকশনের টিলাগাঁও, ইটাখোলা ও লস্করপুর, লাকসাম-নোয়াখালী রুটের খিলা, আখাউড়া-সিলেট-ছাতকবাজার রুটের আফজালাবাদ, খাজাঞ্চিগাঁও ও ছাতকবাজার স্টেশন। এ ছাড়া লাকসাম-চাঁদপুর রুটের মধুরোড নামের ডি ক্লাস স্টেশনটি এ তালিকায় রয়েছে।