আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসএপ্রিলে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টিবজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
No icon

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার রাত ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।তিনি বলেন,ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। তাদের মরদেহ এখনও ঘটনাস্থলে রাখা হয়েছে। আর আহত একজন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর মারা গেছেন। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন-পটিয়া উপজেলার হাবিলাস ইউনিয়নের ফোলাইন গ্রামের নবাব মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিকশাচালক ইসমাইল, পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের মুন্সিরহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম রফিক। তিনি চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকার একটি কম্বলের দোকানে চাকরি করেন।চন্দনাইশের গাছবড়িয়া এলাকার বনিকপাড়া গ্রামের মিন্নাত ধরের ছেলে শুভ ধর (২৭) ও পটিয়া উপজেলার শোভনদণ্ডি ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮)।

আহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-বরিশালের আরিফুল ইসলাম (২৫)চকরিয়ার শাহ আলম (৪০)রিজুয়ানুল হক (৩২),সুখী (২৯),আবিদা (৭), রাফি (৭) এবং সাতকানিয়ার শিপলু শর্মা (৪২)।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আহতকে আনা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত আটটার দিকে একটি অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে পটিয়ার দিকে যাচ্ছিল। এর পেছনে ছিল যাত্রীবাহী বাসটি। পটিয়ার জলুর দিঘি ও বাইয়ার দিঘির মাঝামঝি স্থানে পৌঁছালে বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। একপর্যায়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার ওই পাঁচ যাত্রী মারা যান।