যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়
No icon

তিন দিনের সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে তিন দিনের সফরে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচি মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে থেকে এসব তথ্য জানা গেছে।মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শ্রিংলা গত বছরের ডিসেম্বরে ঢাকা সফরে এসে সচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। সচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন। সফরে দুই পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বৈঠক করেবেন।জানা যায়, সফরের শুরুর দিনে ভারতের চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন উদ্বোধন করবেন মাসুদ বিন মোমেন। এর পরদিন নয়াদিল্লি যাবেন সচিব। সেখানে শ্রিংলা-মোমেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের ফেরার কথা রয়েছে মাসুদ বিন মোমেনের। গত বছরের শেষ মাসে ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব।