পাকিস্তানের হামলা, ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউটআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াসাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তিভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা জানাল ইইউভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা
No icon

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বসন্তের বাতাস বইছে প্রকৃতিতে। বর্তমানে ভোর রাতের দিকে হালকা শীত অনুভব হলেও দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপমাতাও। এরই মধ্যে তাপমাত্রা আরও বাড়ার ও সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথাও জানালে আবহাওয়া অধিদপ্তর।গতকাল শুক্রবার সন্ধ্যায় দেওয়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাস বলছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকাল রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।তবে বর্ধিত ৫ দিনে দিন এবং রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।