
অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ আসছে আগামী ৯ সেপ্টেম্বর। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে কোম্পানির প্রধান কার্যালয়ে হবে এই বছরের সবচেয়ে বড় উন্মোচন অনুষ্ঠান। তুন সিরিজে থাকবে চারটি মডেল— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়বে প্রো মডেলগুলো। মার্কিন শুল্কের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সের দাম ৫০ ডলার বাড়তে পারে। শুরুর দাম হতে পারে যথাক্রমে ১ হাজার ৪৯ ডলার ও ১ হাজার ২৪৯ ডলার।
আইফোন ১৭ প্রো সিরিজে আসছে বড় পরিবর্তন। পেছনের চৌকো ক্যামেরা আইল্যান্ড বাদ দিয়ে আসছে নতুন অনুভূমিক ক্যামেরা সেটআপ। টাইটানিয়াম ফিনিশের বদলে থাকবে অর্ধেক গ্লাস, অর্ধেক অ্যালুমিনিয়াম বডি। এবার যুক্ত হতে পারে উজ্জ্বল কমলা রঙের নতুন ভ্যারিয়েন্ট। সঙ্গে থাকবে কালো, সাদা, ধূসর ও নীল।
ডিসপ্লে
আইফোন ১৭ প্রো হবে ৬.৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬.৮ ইঞ্চি। আকারে আগের মতোই। তবে এবার স্ক্রিনে আসতে পারে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং। যা ঝলক কমাবে এবং টেকসই করবে। ডায়নামিক আইল্যান্ডও আরও ছোট হতে পারে।
ক্যামেরা
নতুন সিরিজে থাকবে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পুরনো ১২ মেগাপিক্সেল সেন্সরের তুলনায় দ্বিগুণ শক্তিশালী। টেলিফটো লেন্সে আসতে পারে ৪৮ মেগাপিক্সেলের নতুন সেন্সর। ফলে প্রো মডেলগুলোতে মিলবে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা।
ব্যাটারি
আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। আগের বছরের ৪,৬৭৬ এমএএইচ থেকে বড় অগ্রগতি। প্রথমবারের মতো যুক্ত হতে পারে রিভার্স ওয়্যারলেস চার্জিং। তারযুক্ত চার্জিং হবে ৪৫ ওয়াট, আর ওয়্যারলেসে ২৫ ওয়াট।
প্রসেসর ও পারফরম্যান্স
নতুন প্রো মডেলগুলো চলবে এ১৯ প্রো চিপসেটে, যা টি এস এম সি–র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। সঙ্গে থাকবে ১২ জিবি র্যাম। এই আপগ্রেডের ফলে মাল্টি-টাস্কিং ও নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার আরও দ্রুত কাজ করবে।