তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধআদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ডদিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করেছেন সাবেক সিইসি নূরুল হুদাপ্রতি ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমলো ৩৯ টাকা৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি
No icon

মহাকাশে সবচেয়ে বড় ঝড়ের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

মহাকাশে সবচেয়ে বড় ঝড় বা মহাপ্রলয়ের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এটি তীব্র বেগে ধেয়ে আসছে। এর ফলে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৩ হাজার কিলোমিটার। যেখানে ছোট একটি ঝড়ই রীতিমতো বড় ধ্বংসলীলা চালাতে পারে; সেখানে এই ঝড় বিশ্বের জন্য বড় বিপদ বয়ে আনবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

এর আগে বিশ্বের সব থেকে শক্তিশালী ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৪০৭ কিলোমিটার। জ্যোতির্বিদের শনাক্ত করা সৌরজগতের আউটার প্ল্যানেটে সুপারসনিক জেটস্ট্রিমটি হলো WASP-127b গ্রহ। যা পৃথিবী থেকে প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে রয়েছে। এটা মূলত দৈত্যাকার গ্যাসীয় একটি গ্রহ। যার আকার বৃহস্পতি গ্রহের তুলনায় কিছুটা বড়। কিন্তু এর ভর খুবই কম। মহাকাশে এটাই সব থেকে দ্রুত বা তীব্র হাওয়া।

এই দৈত্যাকার গ্রহটি আবিষ্কার হয়েছিল ২০১৬ সালে। এ গ্রহের নিরক্ষরেখায় শক্তিশালী একটি ঝড়ের বিশালাকার বলয় বিরাজ করে। আসলে আমাদের সৌরজগতের অন্যান্য গ্যাসীয় গ্রহের বাইরে যে বলয় দেখা যায়, সেগুলির মতোই হয় এটিও। যদিও ঝড় বা হাওয়ার গতিবেগ এখনও বেশ রহস্যজনক।

গত ২১ জানুয়ারি Astronomy and Astrophysics জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। যেখানে ঝড় বা হাওয়ার গতিবেগ ব্যাখ্যা করা হয়েছে। জায়ান্ট টেলিস্কোপ (ভিএলটি)-র সাহায্যে চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও)-র বিজ্ঞানীরা এই ঝড়ের গতিবেগ পরিমাপ করেছেন।