ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকসরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল
No icon

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে ৬ জানুয়ারি দিনগত রাত ১টার দিকে একই ক্যাম্পে আগুন লেগে হাজারের বেশি ঘর পুড়ে যায়।উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।