জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিতনতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরুনির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টাতিতাসের পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ‍্যাস বন্ধশুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট
No icon

মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিলেন রিটার্নিং কর্মকর্তা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী শনিবার বিকেল পাঁচটার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এই নোটিশ দেন। তাঁতে মামুনুল হক নিজে বা তাঁর একজন প্রতিনিধিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।