জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন পদ্মা সেতুতে সাড়ে তিন বছরে ২৯৩৬ কোটি টাকার টোল আদায়শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলরোববার সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চেরমনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা
No icon

জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন

এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিরোধিতা করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেওয়ার পর, ১০০ নেতা জোটকে সমর্থন করে চিঠি দিয়েছেন। শনিবার রাতে তাঁরা এ চিঠি দেন।এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এ চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেছেন, চিঠিতে রাত ১১টা পর্যন্ত ১০০ নেতা স্বাক্ষর করেছেন।চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নস্বাক্ষরকারীরা কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থে মতামত পেশ করছি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। এর পরিপ্রেক্ষিতে দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, তাতে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। দলের নির্বাহী কাউন্সিলের সুপারিশে যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতায় দলীয় আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্তের প্রতি সুস্পষ্ট সমর্থন ও আস্থা রয়েছে।

চিঠিতে বলা হয়, আমরা আশা করি আহ্বায়কের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।চিঠিতে সই করেছের এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ প্রমুখ।এর আগে শনিবার সন্ধ্যায় এনসিপির দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠিতে ৩০ নেতা জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করেন। তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জামায়াত ও শিবির বিভাজনমূলক রাজনৈতিক কাজ করেছে। অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা করেছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার করেছে।

চিঠিকে বলা হয়, জামায়াতের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা- বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। জামায়াতের সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে।জামায়াতের সঙ্গে আসন বণ্টন আলোচনার মধ্যে শনিবার এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আরও কয়েকজন নারী নেতা জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন ফেসবুকে।