আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগরাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাপোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্তবড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়আজ ফিরছেন তারেক রহমান
No icon

মনোনয়ন নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহামুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া তাপস হালদারের নির্বাচনী এজেন্ট হরিদাস মজুমদার নয়ন ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১১টার দিকে আমরা ৫–৭ জন একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ইউএনও অফিসে যাই। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাপস হালদারকে গ্রেপ্তার করে নিয়ে যায়।'