 
                                                                বর্তমান সরকার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার এক বিবৃতিতে এমনটা বলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন।
সিপিবি নেতারা বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, ঘাতক, মানবতাবিরোধী অপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি এবং নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে। এখন স্মরণকালের মধ্যে সংঘটিত অন্যতম হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধের কথা বলেছে।

 
                                             
                                             
                                            