আজ থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরাসাগরে ফের লঘুচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাসদিনাজপুরে ঘন কুয়াশা, সূর্যের দেখা নেইঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসদেশে গণভোট কতবার এবং কেমন হয়েছিল
No icon

যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ

যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ। মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং দলের সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।