
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু অংশ মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরও এই হামলা অব্যাহত রয়েছে।গাজার চিকিৎসা সংস্থাগুলো সূত্রে জানা গেছে, শনিবার গাজা সিটির দুর্ভিক্ষকবলিত এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা ওই অঞ্চলে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রায় ১০ লাখ মানুষ বাধ্য হয়ে গাজার দক্ষিণের জনাকীর্ণ এলাকায় আশ্রয় নিয়েছেন।গাজার তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। হামলায় আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে, যাদের বয়স দুই মাস থেকে আট বছরের মধ্যে।
ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি বাস্তুচ্যুতদের শিবিরেও হামলা চালিয়েছে, এতে দুই শিশু নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।আল-মাওয়াসি হচ্ছে তথাকথিত মানবিক নিরাপদ অঞ্চল, যেখানে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি পরিবারগুলোকে আশ্রয় নিতে বলছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ও মাসে এই এলাকাও বারবার হামলার শিকার হয়েছে।এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরসহ আরও কয়েকটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে বলে আজ-জাওয়ায়েদা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন।তিনি আরও বলেন, হাসপাতালগুলো বিপুল সংখ্যক আহত ফিলিস্তিনিকে চিকিৎসা দিতে পারছে না, কারণ উত্তরের হাতে গোনা কয়েকটি চিকিৎসাকেন্দ্র এখন কার্যকর আছে। সেগুলোতে আবার জ্বালানি ঘাটতি ভয়াবহ।