আগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদেরবিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
No icon

যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। বিকেল সোয়া তিনটার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।ফ্লাইটরাডার২৪ এর মতে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে তাদের ধারণা। হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন বলে একজন জানান।ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।নদীর উভয় তীরে উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার৪০-এর কাছে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।