আগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদেরবিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
No icon

ট্রাম্পের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করলেন ওবামা

ট্রাম্পের প্রথম মেয়াদের আগের প্রেসিডেন্ট হিসেবে ওবামা ট্রাম্পের পক্ষ থেকে ফেডারেল সরকারকে পুনর্গঠন, অভিবাসন ও মতবিরোধ দমনে কঠোরতা এবং সংবাদমাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখানোর প্রচেষ্টার তীব্র নিন্দা জানান।

ওবামা বলেন, ‘অনেকদিন পর প্রথমবারের মতো আমি প্রকাশ্যে কিছু বলছি। আমি কিছুদিন ধরে পর্যবেক্ষণ করছিলাম’।  

তার ভাষায়, ‘ভাবুন তো, আমি যদি এগুলোর কোনো একটা করতাম! কল্পনাও করা যায় না যে, যারা এখন চুপ করে আছেন, তারা এমন (ট্রাম্পের মতো) আচরণ আমার কিংবা আমার পূর্বসূরিদের কাছ থেকে সহ্য করতেন!’

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার সমালোচনা করে ওবামা বলেন, ‘আমি মনে করি না, এটা আমেরিকার জন্য ভালো কিছু বয়ে আনবে’। 

একই সঙ্গে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউজের তরফ থেকে অধিকার হরণের প্রচেষ্টাকে ঘিরে। ওবামা বলেন, ‘একটি ফেডারেল সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দেয় যে, তারা যদি বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – এটা খুবই উদ্বেগজনক’।

সাবেক এই প্রেসিডেন্টের ভাষায়, ‘হোয়াইট হাউজ যদি আইনজীবীদের বলে, ‘তোমরা এমন কোনো পক্ষের হয়ে মামলা লড়তে পারবে না, যাদের আমরা পছন্দ করি না’, তাহলে আমরা তোমাদের সব কাজ বন্ধ করে দেব — এ ধরণের আচরণ আমাদের আমেরিকান মৌলিক চুক্তির পরিপন্থি’।