ঘনকুয়াশায় কার্তিকেই শীতের আমেজআগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদের
No icon

আফগানিস্তানে শিলা-ভারী বৃষ্টিতে নিহত অন্তত ২৯

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে আফগানিস্তান। ২০২৩ সালে জাতিসংঘ উন্নয়ন সংস্থার দেশটির প্রতিনিধি স্টিফেন রড্রিকেস সতর্ক করে বলেছিলেন- খরা, বন্যা, নদীভাঙন এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাস দেশটির জন্য প্রধান হুমকি হয়ে উঠেছে।২০২৪ সালের মে মাসে আকস্মিক বন্যায় শত শত মানুষ নিহত হন। প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি, ব্যাপক ক্ষতি হয় অবকাঠামোরও।