ঘনকুয়াশায় কার্তিকেই শীতের আমেজআগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদের
No icon

সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

সুইডেনের মধ্যাঞ্চলে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। মৃতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে অরেব্রো শহরে এ হামলার ঘটনা ঘটে। রিসবার্গস্কা স্কুলে এ হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয় ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন।ঘটনার প্রতিক্রিয়ায় সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, এটা আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত কষ্টের দিন। প্রাথমিকভাবে এ হামলার পেছনে কোনো ধরনের সন্ত্রাসবাদী উদ্দেশ্য পায়নি পুলিশ।