রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা শীতে কাঁপছে তেঁতুলিয়া, ফের কমলো তাপমাত্রাঢাকায় বাড়বে শীততারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপিজাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কিছুটা পরিবর্তন
No icon

পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারজি হালেভি পদত্যাগ করেছেন।প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের হামলা ঠেকাতে তার ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করলেন।সেনাবাহিনী প্রকাশিত পদত্যাগপত্রে হালেভি বলেছেন,৭ অক্টোবরের হামলার ঘটনায় সেনাবাহিনীর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি চলে যাচ্ছেন। তবে হাভেলি এটাও বলেন, সেনাবাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময়ে চলে যাচ্ছেন তিনি।টানা ১৪ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালায় ইসরায়েল। এই বর্বর হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, তাদের বেশির ভাগই নারী ও শিশু। তবে এরপরও স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের পরাজিত করতে পারেনি ইসরায়েল।