১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাদেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসআগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূসমগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু
No icon

টিকটক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র, কাল থেকে কার্যকর

টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।সম্প্রতি বাইডেন প্রশাসনের আরোপিত ওই আইনটিকে চ্যালেঞ্জ করেছিল টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী। তবে তাদের আপিল খারিজ করে মার্কিন বিচারপতিরা জানিয়েছেন, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী (যা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে) লঙ্ঘন করে না।মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। দেশটির প্রায় অর্ধেক মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে আসছিলেন।যুক্তরাষ্ট্র সরকারের মতে, টিকটকের মালিক কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহের মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা আরও দাবি করে, চীন গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার চালানোর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে।টিকটকের সিইও শৌ জি চিউ জানিয়েছেন, তার কোম্পানি আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং মার্কিন বাজারে টিকে থাকার জন্য সম্ভাব্য সবকিছু করবে।