যুদ্ধাহত গাজাবাসীর দিকে সহায়তার হাত বাড়ানোর আগ্রহ জাপানেরজাবিতে পোষ্য কোটা বাতিলতালিকায় যুক্ত হচ্ছে অর্ধকোটি ভোটারস্থানীয় সরকারে হচ্ছে সিটি গভর্নমেন্টসুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০
No icon

ভানুয়াতুতে আবারও শক্তিশালী ভূমিকম্প

ভানুয়াতু দ্বীপ রাজ্যে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।রোববার এ ভূমিকম্প অনুভূত হয়। জার্মানি ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।এদিকে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি কর্তৃপক্ষ। তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। ভানুয়াতু দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের ওপর অবস্থান করায় এখানে প্রায় ভূমিকম্প আঘাত হানে।এর আগে গত ১৭ ডিসেম্বর এই দ্বীপে ৭ দশমিক ৪ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়।ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।