ট্রাকচাপায় আহত সেই ফায়ার কর্মীর মৃত্যুজানুয়ারিতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়াভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার৭৫ বছরে সবচেয়ে বড় সংকটে আওয়ামী লীগ১৮ ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন
No icon

ত্রিপুরায় মুসলিমরা বসবাস করছে আতঙ্কের মধ্যে

কদমতলার সংঘর্ষ সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপুরায় আন্তঃধর্মীয় সহিংসতার সর্বশেষ উদাহরণ মাত্র। আগস্ট ও অক্টোবরে বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ার পর 'মুসলমানরা হিন্দু দেবদেবীদের বিকৃত করছে'-এমন অভিযোগ তুলে প্রতিশোধ নিতে মসজিদে হামলা চালানো হয়। কিছু কিছু ক্ষেত্রে মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়।

ত্রিপুরা-ভিত্তিক মুসলিম ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার জাতীয় সম্পাদক সুলতান আহমেদের জন্য, এই সাম্প্রতিক আক্রমণগুলো ২০২১ সালে রাজ্যের বিশাল অংশে ছড়িয়ে পড়া বিধ্বংসী দাঙ্গার স্মৃতিকে মনে করিয়ে দেয়। ত্রিপুরার মুসলিমরা এখনো আতঙ্কে বাস করছেন। উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত বিশাল হিন্দু জনতা রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তর ত্রিপুরায় মুসলিমদের বাড়িঘর ও মসজিদে হামলা চালায়। এরপর থেকে বাংলাদেশেও হিন্দুদের ওপর কোনো ঘটনা উত্তর ত্রিপুরায় বসবাসকারী মুসলিমদের আতঙ্কে ফেলে দেয়।