হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন প্রধান উপদেষ্টাপ্রথম আলো ও ডেইলি স্টারে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগহাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধওসমান হাদি মারা গেছেন, শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে মরদেহ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
No icon

ত্রিপুরায় মুসলিমরা বসবাস করছে আতঙ্কের মধ্যে

কদমতলার সংঘর্ষ সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপুরায় আন্তঃধর্মীয় সহিংসতার সর্বশেষ উদাহরণ মাত্র। আগস্ট ও অক্টোবরে বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ার পর 'মুসলমানরা হিন্দু দেবদেবীদের বিকৃত করছে'-এমন অভিযোগ তুলে প্রতিশোধ নিতে মসজিদে হামলা চালানো হয়। কিছু কিছু ক্ষেত্রে মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়।

ত্রিপুরা-ভিত্তিক মুসলিম ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার জাতীয় সম্পাদক সুলতান আহমেদের জন্য, এই সাম্প্রতিক আক্রমণগুলো ২০২১ সালে রাজ্যের বিশাল অংশে ছড়িয়ে পড়া বিধ্বংসী দাঙ্গার স্মৃতিকে মনে করিয়ে দেয়। ত্রিপুরার মুসলিমরা এখনো আতঙ্কে বাস করছেন। উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত বিশাল হিন্দু জনতা রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তর ত্রিপুরায় মুসলিমদের বাড়িঘর ও মসজিদে হামলা চালায়। এরপর থেকে বাংলাদেশেও হিন্দুদের ওপর কোনো ঘটনা উত্তর ত্রিপুরায় বসবাসকারী মুসলিমদের আতঙ্কে ফেলে দেয়।