দেশসেরা ব্র্যান্ডসমূহকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন ট্রাকচাপায় আহত সেই ফায়ার কর্মীর মৃত্যুজানুয়ারিতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়াভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার
No icon

বাধা টপকে সমাবেশস্থলে ইমরান খানের সমর্থকরা

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। তার সমর্থকরা রাজধানী ইসলামাবাদ পৌঁছে গেছেন। সরকারি নিষেধাজ্ঞা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধরপাকড় ও টিয়ার গ্যাসের শেল উপেক্ষা করে তারা সমাবেশস্থল ইসলামাবাদের ডি-চকে পৌঁছে গেছেন।

ইমরান খানের মুক্তির পাশাপাশি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ মূলত সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবি জানাচ্ছেন। গতকাল সোমবার ইমরান সমর্থকরা রাজধানী ইসলামাবাদের কাছে পৌঁছে যান। আরো কয়েক দিন আগে থেকেই সড়কের ব্যারিকেড সরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ইসলামাবাদ অভিমুখে যাত্রা করেছিলেন। গতকাল সেখানে একজন পুলিশ সদস্যের মৃত্যুর খবর জানায় রয়টার্স। সেই সঙ্গে পিটিআই অর্ধশতাধিক নেতাকর্মীর আহতের খবর জানায়। 

এদিকে মঙ্গলবার দেশটিতে আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। যাদের মধ্যে তিনজনই নিরাপত্তা বাহিনীর সদস্য। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম ডন বলছে, মঙ্গলবার বেশ কিছু পিটিআই বিক্ষোভকারী ইসলামাবাদের ডি-চকের কাছে পৌঁছে যায়। এর পরপরই নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

বিক্ষোভের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ঘটনায় অন্তত চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। পিটিআই অভিযোগ করেছে, নিরাপত্তাবাহিনীর গুলিতে তাদের দুজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন চারজন।