টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবারদেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার১৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাসউপজেলা ভোট নির্বিঘ্ন করতে মাঠে পুলিশ র‍্যাব বিজিবিআগামী শুক্র ও শনি ঢাকায় সমাবেশ করবে বিএনপি
No icon

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত অন্তত ১৭

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলের তানাহ মেরাহ এলাকায় বড় একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। দুই শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং অপর ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের কয়েকজনের শরীর ব্যাপক মাত্রায় পুড়ে গেছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ছড়িয়ে পড়া আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২৬০ জন এবং ৫০টি গাড়ি এতে কাজ করে।অগ্নিকাণ্ডস্থলের আশপাশের বাড়িঘর থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।ইন্দোনেশিয়ার রাষ্ট্র পরিচালিত তেল ও গ্যাস কোম্পানি পারতামিনার নিয়ন্ত্রণাধীন তেলের ডিপো প্লাম্পাং থেকে দেশটির ২৫ শতাংশ তেলের সরবরাহ নিশ্চিত করা হয়। তবে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, আগুনের পরও দেশে তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।