বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজবৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টিঅনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
No icon

বাধা হয়ে দাঁড়ায়নি ইউক্রেন যুদ্ধ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে। এরই মধ্যে দুই ইউনিটের এই প্রকল্পের নির্মাণ অগ্রগতি ৪৭ শতাংশ। আশা করা হচ্ছে, ২০২৩ সালের মধ্যে প্রথম ইউনিট চালু হবে। ২০২৪ সালে চালু হবে দ্বিতীয় ইউনিট। সংশ্নিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সোভিয়েত ইউনিয়নে পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৫৪ সালে। এর অল্পদিনের মধ্যেই ১৯৬১ সালে বাংলাদেশেও এই প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রাজনৈতিক ডামাডোল, মুক্তিযুদ্ধ ও বৈশ্বিক নানা পরিস্থিতিতে এই প্রকল্প ঝুলে যায়।সর্বশেষ আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে নতুন করে এই পারমাণবিক প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে।দুই বছরের করোনা মহামারি এবং সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধও এই প্রকল্পের কাজ ব্যাহত করতে পারেনি।এই বিদ্যুতের উৎপাদন খরচ কম। নির্ভরযোগ্য এবং সবচেয়ে কম দূষণকারী। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পারমাণবিক বিদ্যুতের জনপ্রিয়তা আবারও বাড়ছে। বর্তমানে বিশ্বের ৩২টি দেশে বিদ্যুৎ উৎপাদনে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইউরোপে মেয়াদোত্তীর্ণ বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গ্যাস সংকটের কারণে সেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো আবারও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।