বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজবৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টিঅনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
No icon

বিমানের ফ্লাইট বাড়ছে

মালয়েশিয়া কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে পুনরায় যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। আগামীকাল থেকে চালু হচ্ছে ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট। এ ছাড়া সিলেট-কক্সবাজার রুটেও বিমানের ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। পাশাপাশি ৩ নভেম্বর থেকে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান।গতকাল বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২ নভেম্বর ঢাকা থেকে সপ্তাহে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। আর কুয়ালালামপুর থেকে সপ্তাহে প্রতি বুধ, শুক্র, শনি ও সোমবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। সর্বশেষ গত ৭ মে থেকে বাংলাদেশ-কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল। তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।এদিকে গতকাল ৩১ অক্টোবর থেকে কার্যকর হওয়া শীতকালীন সূচির অংশ হিসেবে ২ নভেম্বর থেকে

সিলেট-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। সিলেট থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি রবিবার দুপুর দেড়টায় এবং মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে।শীতকালীন সূচিতে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সপ্তাহে এক দিনের পরিবর্তে আগামী ৩ নভেম্বর থেকে সৈয়দপুর থেকে সপ্তাহে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি শনি ও রবিবার দুপুর ২টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাবে।