সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২২ নিউমোনিয়ায় মৃত্যুর ৫২% নবজাতকগাজীপুরে ভোরে আরও দুই বাসে আগুন শিক্ষা ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ৬৬৮ জনঢাকায় বিজিবি মোতায়েন
No icon

আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে ডাকসুর পাল্টা কর্মসূচি ঘোষণা : আবু সাদিক কায়েম

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানিয়েছেন। ডাকসু ভিপি জানান, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল (১৩ নভেম্বর) মাঠে থাকবে ডাকসু।

সাদিক কায়েম আরও জানিয়েছেন, আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত, ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ ও আজ রাতে এবং আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নেমে আসার আহ্বান জানাচ্ছি।