সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজবিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিনহোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচারকিছুটা কমতে পারে ঢাকার গরম, মেঘলা থাকবে আকাশনির্বাচনি উত্তাপে দেশ
No icon

নির্বাচনি উত্তাপে দেশ

সারা দেশে জাতীয় নির্বাচনের জমজমাট হাওয়া শুরু হয়ে গেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বেশির ভাগ প্রার্থীর নাম ঘোষণার পর নির্বাচনি তৎপরতা এখন তুঙ্গে। গতি পেয়েছে প্রচারণা-প্রচারণা। সোমবার ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণার পর ২৩৬টি আসনেই নেতা-কর্মীরা তাদের মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ নানাভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতারা জানান, প্রার্থী ঘোষণার পর থেকেই তারা স্থানীয় পর্যায়ে গণসংযোগ, কর্মিসভা ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এদিকে তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এতে দলটির তরুণ নেতারা উচ্ছ্বসিত। দলটির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমীনসহ সিনিয়র নেতারা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে নতুন আঙ্গিকে নির্বাচনি তৎপরতা শুরু করেছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দলের পক্ষ থেকেও শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টি ছাড়াও গতকাল আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) নামের দুটি দল নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে।দেশের বেশির ভাগ এলাকায় বিএনপি নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করলেও কয়েকটি আসনে দলীয় নেতা-কর্মীরা তাদের জনপ্রিয় নেতা মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ প্রদর্শনসহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একই কারণে অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। আবার যেসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে সেসব স্থানে মনোনয়নপ্রত্যাশীদের অনুসারী নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানাভাবে শোডাউনের মাধ্যমে কেন্দ্র তথা দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তাদের কাক্সিক্ষত নেতাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নে আনন্দ মিছিল : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনে মনোনীত হওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। গতকাল সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুফ মজুমদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে নেতারা বলেন, ফেনীতে তাঁর মনোনয়নে উজ্জীবিত নেতা-কর্মীরা।এ ছাড়াও বিভিন্ন জেলার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন মনোনয়ন পাওয়া বিএনপি নেতাদের কর্মী-সমর্থকেরা। এরমধ্যে শরীয়তপুর জেলার তিনটি আসনে ঘোষিত প্রার্থীদের পক্ষে আনন্দ মিছিল করেছেন নেতা-কর্মীরা। শরীয়তপুর-১, শরীয়তপুর-২ ও শরীয়তপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সাইদ আহমেদ আসলাম, শফিকুর রহমান কিরণ ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তিন প্রার্থীর মনোনয়ন পাওয়ায় জেলার সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ে। শহরের চৌরঙ্গী মোড় থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পালং উত্তর বাজার এলাকায় গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মান্নান মাদবর, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন মুন্সী, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকিরসহ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। এদিকে মেহেরপুরের দুইটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন নেতা-কর্মীরা। মেহেরপুর-১ আসনের প্রার্থী মাসুদ অরুণ বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য মাঠে থাকবেন তিনি।

দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছেন সমর্থকেরা। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি বাজারে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা এ জেড এম জাহিদ হোসেনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় দলের শীর্ষনেতাদের ধন্যবাদ জানায়। পটুয়াখালী-১, সদর, মির্জাগঞ্জ ও দুমকী আসনে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় মিছিল করেছে সমর্থকেরা। ঢোল পিটিয়ে আনন্দ মিছিলে যোগ দেন সমর্থকেরা। রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন নেতা-কর্মীরা। সন্ধ্যায় খণ্ড খণ্ড মিছিল এসে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছেন সমর্থকেরা। এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। মনোনয়ন ঘোষণার পর থেকে পুরো জেলার নানা এলাকায় চলছে আনন্দ মিছিল। নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন। উপজেলার নানা স্থানে পথসভা ও মিছিল করা হয়েছে।