সংঘাতের মধ্যেও মিয়ানমার থেকে আসছে গরু-মহিষআজ হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসরকারি ২৮ শিল্পপ্রতিষ্ঠান চলছে লোকসানেময়মনসিংহের ৩ উপজেলায় ভোট শুরু, নেই নারী ভোটার
No icon

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা পূর্ব পাড়া এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওয়াজেদ আলী। তিনি নিজ বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছানোর পর অন্ধকারে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওয়াজেদ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে যায়। ওয়াজেদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য আবিদ আলীর ছোট ভাই।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।