সংঘাতের মধ্যেও মিয়ানমার থেকে আসছে গরু-মহিষআজ হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসরকারি ২৮ শিল্পপ্রতিষ্ঠান চলছে লোকসানেময়মনসিংহের ৩ উপজেলায় ভোট শুরু, নেই নারী ভোটার
No icon

করোনা টিকা না দিলে দিতে হবে কর

বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে করোনা টিকা দেয়ার কোনও বিকল্প নেই। কিন্তু অনেকের মধ্যে রয়েছে টিকা দেয়ার অনীহা। তাই এবার কানাডার দ্বিতীয় জনবহুল প্রদেশ কুইবেক করছে নতুন আইন।নতুন আইনে যারা টিকার ডোজ নিতে আগ্রহী নন, দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য তাদের অতিরিক্ত কর দেওয়া লাগবে।গত মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কুইবেকের মুখ্যমন্ত্রী ফ্র্যাঙ্কোইস লেগাউল্ট জানান, নতুন এ আইন এখনও খসড়া আকারে রয়েছে। তবে শিগগিরই এটি চূড়ান্ত করা হবে। প্রাদেশিক আইনসভায় পাসের পর তা পুরো প্রদেশে প্রযোজ্য হবে।মুখ্যমন্ত্রী বলেন, এখনো যারা টিকা নেননি, তাদের কারণে রাজ্যের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে। এই ক্ষতির জন্য তাদের জরিমানা দিতে হবে। তবে সেই জরিমানা ১০০ কানাডিয়ান ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৬৭০ টাকা) বেশি হবে না।