গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহতএলপিজি সিলিন্ডারের দাম বাড়লরেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রদেড় লাখ বছর পর দেখা ধূমকেতু
No icon

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহত

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তার (২২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ক্যাম্প-১ এর সড়কে মোটরসাইকেলের পেছনে ডাম্পারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত রাবেয়া আক্তার কোটবাজার এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি মুক্তি কক্সবাজার নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন জানান, অফিস শেষ করে রাবেয়া তার স্বামীর সাথে মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন। এসময় ডাম্পারের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে তিনি নিহত হন। এসময় আঘাত প্রাপ্ত হয় তার স্বামী হেলাল উদ্দিন।তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।