গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহতএলপিজি সিলিন্ডারের দাম বাড়লরেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রদেড় লাখ বছর পর দেখা ধূমকেতু
No icon

কক্সবাজারে পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। আনোয়ারের স্ত্রী মাইমুনা অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন।পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় আজ ভোরে পাহাড়ধসে তাদের উপর পড়ে। এতে স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।