নির্বাচনি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয়ের দাবি বিকেএমইএফিলিপাইনে যাত্রীবোঝাই ফেরি ডুবি, নিহত ১৫এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালুরমজানে পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টাশিক্ষাসামগ্রীর দাম বেড়েছে ৩০ শতাংশ
No icon

রমজানে পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

রমজানে পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। উৎপাদন ও আমদানির পরিমাণগত বিশ্লেষণ করেছি। গত বছরের চেয়ে এ বছরের রমজানের বাজার আরও বেশি স্থিতিশীল থাকবে।উপদেষ্টা বলেন, আমরা উৎপাদন ও আমদানির যে তথ্য দেখেছি, এটা বিশ্লেষণ করে দেখেছি, গড় আমদানির পরিমাণ বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। সামগ্রিকতার বিবেচনায় দেখেছি, বাজারের মূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। আশা করছি বাজার স্থিতিশীল থাকবে।তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হয়। তাছাড়া ভোক্তা অধিদপ্তর যেসব পদক্ষেপ নেয় রমজানে এটা আরও গতিশীল করা হয়, জোরদার করা হয়। এ বছরও তাই করা হবে।