শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিআজ সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদেরবাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারিইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি পুতিনরাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম
No icon

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। নৌকার জায়গায় পরিবর্তন করে শাপলা আনা হয়েছে। তা ছাড়া নতুন লোগোতে রয়েছে দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা, আর নীচে বাংলায় ‘পুলিশ’ লেখা।গতকাল মঙ্গলবার রাতে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।পুলিশের পোশাকবিধিমালা সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।রাতে প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ হওয়ার পর বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন লোগো ও মনোগ্রাম সংযুক্ত করা হয়।এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শিষের মালা লোগোটি আনা হয়। এই লোগোতে পালের ওপরে একটি শাপলা ফুলের ছবি আছে। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।এর আগে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করা হয়। পরে ২০০৯ সালে লোগোতে পালতোলা নৌকা যোগ করা হয়।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে। ১১ আগস্ট তৎকালীন স্ববরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।