
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত পোষণ করেছে বিএনপি। গতকাল রবিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি এমন মত দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বেশ কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনেক বিষয়ে আমরা কাছাকাছি এসেছি। বিএনপি বাকশালে বিশ্বাস করে না। বিএনপি যা বলবে, তা-ই মানতে হবে এমনটি নয়। তিনি যোগ করেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সর্বোত্তম কিছুই হবে বলে আমরা আশা রাখি।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠক প্রসঙ্গে জানান, পঞ্চম সংশোধনী চায় বিএনপি। তিনি বলেন, মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিয়ে একমত বিএনপি। সংবিধানে বহুত্ববাদ নিয়ে সংশোধনীতে কমিশনের সঙ্গে আমরাও একমত। তিনি জানান, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে একমত বিএনপি। এ ছাড়া সংসদে নারীর আসন ১০০ করার বিষয়েও একমত বিএনপি। তবে পরবর্তী সংসদের পর অর্থাৎ ত্রয়োদশ সংসদে কীভাবে নারীরা প্রতিনিধিত্ব করবেন, তা সংসদেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বিএনপি।
সালাহউদ্দিন আহমেদ জানান, প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর করা নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছায়নি বিএনপি। সরকারপ্রধান ও পার্টির প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এ বিষয়েও দ্বিমত রয়েছে বিএনপির। তিনি বলেন, লিডার অব দ্য হাউস কে হবেন, তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এ বিষয়েও কমিশনের সঙ্গে দ্বিমত রয়েছে আমাদের। উচ্চকক্ষ ও নি কক্ষের সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি, কিন্তু কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবেন, তা নিয়ে আলোচনা চলমান আছে।বিএনপির কেন্দ্রীয় এ নেতা জানান, নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পক্ষে মত দিয়েছে বিএনপি। এ ছাড়া ডকট্রিন অব নেসেসিটির জন্যই দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ারটেকার রাখা প্রয়োজন।এ ছাড়া কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সংস্কারপ্রক্রিয়ায় এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান বিএনপির। দলটি মনে করছে, টানা দুবারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে, সে সুযোগ থাকতে হবে। এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণ যদি কোনো ব্যক্তিকে দুই মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত হবে না।এ ছাড়া অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিল এই চারটি ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন একরকম প্রস্তাব করেছে বিএনপি। প্রসঙ্গত, বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না।নারী আসন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, নারীদের আসন সংখ্যা ৫০ থেকে ১০০ তে উন্নীত করার ব্যাপারে আমরা একমত। কিন্তু সেটি বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে। আমাদের প্রস্তাবে সেটিই বলেছি। তবে এটা পরবর্তী পার্লামেন্ট গঠন করার পর।সংসদ নেতা এবং পার্টির প্রধান এক ব্যক্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদ নেতা এবং পার্টির প্রধান একই ব্যক্তি হতে পারবে না বলে প্রস্তাব করেছে কমিশন। আমরা এটা ওপেন রাখতে বলেছি, অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অব দ্য পার্লামেন্টের অপশনটা রাখা উচিত। আর পার্টির প্রধান যিনি, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এ চর্চাটা তো আমরা দেখি না। সুষ্ঠু ভোটে যে সংসদ নির্বাচিত হবে, সেখানে আমাদের মনে রাখতে হবে জনগণ কাকে চায়। জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুতরাং সেটি পার্লামেন্ট মেম্বার ও মেজরিটি পার্টির ইচ্ছার ওপর নির্ভর করা উচিত।
সালাহউদ্দিন জানান, উচ্চকক্ষের আসন সংখ্যা ১০০ রাখার বিষয়ে কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বিএনপি। উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, কারা আসবে, আনুপাতিক হারে আসবে কিনা সে বিষয়ে বিএনপি বলেছে আগে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সংশোধনীটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ গঠন হলে পরে সংসদে আলাপ করে নির্বাচন পদ্ধতি ঠিক করা ভালো হবে।আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় চুক্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তিসমূহ প্রাথমিকভাবে সংসদে উপস্থাপনের কথা উনারা বলেছেন। আমরা বলেছি এটা সুবিবেচনাপ্রসূত নয়। ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে বিএনপি বিদ্যমান আইনের যথাযোগ্য যুগোপযোগী করার জন্য নীতিগতভাবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে বলে জানান সালাহউদ্দিন।