মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হবেবাংলাদেশে ভূ-কম্পন অনুভূতকানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগখালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে শাহজালালে কঠোর নিরাপত্তা ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮৮ ফিলিস্তিনির
No icon

১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শনিবার বাড়বে তাপমাত্রা

রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগের জেলার সংখ্যা ৮। তাই সব মিলিয়ে আজ শুক্রবার ১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। কেবল শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এসব জেলায় নয়, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় আজ ঠান্ডার প্রকোপ ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।তীব্র শীতের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে তাদের বাইরে বেরোতে হচ্ছে।ঘন কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে। এছাড়া, ঠান্ডাজনিত নানা অসুখে হাসপাতালসহ চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগী বেড়েছে।এদিকে, শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজধানীতে কুয়াশা থাকতে পারে। তবে রোদ ওঠারও সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সেখানে দেখা গেছে, শুক্রবারের মধ্যে শুধু দুই স্টেশন বাদ দিয়ে সবখানেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে। কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ এবং ওই জেলার কুতুবদিয়া স্টেশনে তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, শনিবার তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও কুয়াশা পুরোপুরি কাটতে আগামী আরও তিন দিন অপেক্ষা করতে হবে।