অনুপ্রবেশ লাখ ছাড়িয়েছে!সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা, বেসরকারি পাসও বাতিলহজ কোটা এবারও পূরণ হচ্ছে নাসংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে: ড. ইউনূসদেশসেরা ব্র্যান্ডসমূহকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
No icon

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

বঙ্গভবনের পর এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। তিনি লেখেন, ‘গতকালের ছবিতে যারা আমাদের মাথার ওপর শেখ মুজিবের ছবি দেখেছেন, তাদের জানার জন্য বলছি যে, ফারুকী আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রলায় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন। সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকীই প্রথম করলেন। দায়িত্বপ্রাপ্ত ফারুকির মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি, সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাল্লাহ।’ তিনি লেখেন, ‘উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়ে সমালোচনার বিষয়ে শিবলী লেখেন, ফারুকী দোষেগুণে মেশানো একজন মানুষ। এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে। অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষাঘেঁষির যেমন প্রমাণ আছে, তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে। আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফ্যাসিসদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে।