প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আত্মসামাজিক উন্নয়ন ও কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদের যথাযথ মূল্যায়ন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। এক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (০৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজয় একাত্তর মিলনায়তনে আয়োজিত মালয়েশিয়ান শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমারেন্ডাম অব কোলাবেরেশন স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এই মন্তব্য করেন। উল্লেখ্য ১ জানুয়ারি ২০২০ থেকে বৈধভাবে গমনকৃত সব বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া গমনের পর এফডব্লিউসিএসের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ার নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি অরগানাইজেশন থেকে আবশ্যিকভাবে নিবন্ধিত হয়ে মেডিকেল বেনিফিট, টেম্পোরারি ডিজেবলমেন্ট বেনিফিট, পার্মানেন্ট ডিজেবলমেন্ট বেনিফিট, ডিপেন্ডেন্ট ডিজেবলমেন্ট বেনিফিট, ফার্নাল বেনিফিট, কনস্ট্যান্ট অ্যাটেনডেন্স অ্যালাউন্স, রেবেলিটেশন ফেসিলিটি ইত্যাদি সুবিধা পাবেন।