বিনিয়োগ আকর্ষণে বাজেটে একটি দূরদর্শী করনীতি-করহার দরকারঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মেদ্বিতীয় দিনেও অবস্থানে অনড় জবি শিক্ষার্থীরাভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজকলম বিরতিতে স্থবির এনবিআর
No icon

মেট্রোরেল বন্ধ: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

মেট্রোরেলের মতিঝিল অংশ ১১ ঘণ্টা বন্ধ থাকার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।আজ বৃহস্পতিবার কোম্পানির এমডি মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, গতকাল মেট্রোরেলে বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হওয়াসহ মেট্রোরেল দীর্ঘ সময় বন্ধ থাকার কারণ খুঁজে বের করতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তিনি আরও বলেন, এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ করা হয়। দিনভর চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ৮টার দিকে ওই পথে ট্রেন চলে।এদিন এমডি আব্দুর রউফ গণমাধ্যমকে বলেছিলেন, আমাদের ৪৩০ নম্বর (খামারবাড়িতে) যে পিলার, এটার যে হেড আছে, এর মাঝখানে চারটা বিয়ারিং প্যাড আছে, এটা স্প্রিংয়ের মত কাজ করে। এটা ফ্লেক্সিবিলিটি রক্ষা করে, এর একটা কর্নারে একটা বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হয়েছে।তিনি আরও বলেন, বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের উপরে থাকে। এটা দুই থেকে তিন ইঞ্চি দেবে গিয়েছিল।মেরামত শেষে রাতেই ওই অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।