বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ ১৫ সেপ্টেম্বর (রবিবার) এর পূর্ব নির্ধারিত নয়া পল্টনে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ পেছানো হয়েছে। সমাবেশটি আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।গতকাল শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।এছাড়া আজ রবিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন।