ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : ড. আসিফ নজরুলরোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টাচাকসুর ভোটগ্রহণ শুরু, ক্যাম্পাসে উৎসাহের আমেজচলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’জিবুতির প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন ড. ইউনূস
No icon

স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যাকাণ্ডে জামায়াতের নিন্দা

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।শনিবার (১৪ সেপ্টেম্বর) নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এক বিবৃতি প্রদন করেন।বিবৃতিতে তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর, শুক্রবার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে হামলার শিকার হন। বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়ায় তার গাড়িবহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে আরো একজন মারা যান।এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, এই হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্মা, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজসহ আরো ৫০ জন আহত হন। এই ঘটনা অত্যন্ত পৈশাচিক ও কাপুরুষোচিত। আমি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি আরো বলেন, এই হামলার ছবি ধারণ করতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক এইচ এম মানিককে মারধর ও তার ক্যামেরা ভাঙচুর করা হয়। আমি এই ঘটনারও নিন্দা জ্ঞাপন করছি।তিনি বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।