বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু আজরাতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভঅন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টাসাভারে যাত্রীবাহী বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আগুন, পুড়ে নিহত একই পরিবারের চারজনলন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু
No icon

আজ সারা দেশে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল। জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে।গতকাল শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শুক্রবার গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন। এ ঘটনায় সাংবাদিকসহ ৩০ জনের বেশি আহত হয়েছেন।এই হামলার প্রতিবাদে শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানানো হয়।প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর হামলা হয়। এ সময় বেশ কিছু গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের ৩ ঘণ্টা পর ঘোনাপাড়া থেকে শওকত হোসেন দিদারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান শওকত হোসেন দিদার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির কমিটির সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং সময় টিভির ক্যামেরাপারসন এইচ এম মানিকসহ অন্তত ৩০জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ও ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।