ইত্যাদির অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, যে কারণ জানা গেলআসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কাআজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে হিমেল বাতাসবিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু আজ
No icon

বিকেলে শপথ নেবেন নতুন উপদেষ্টারা

নতুন করে অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা। আজ শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন এ উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে। তবে এদের মধ্যে চারজন উপদেষ্টার নাম জানা গেছে।তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বিকেলে এ চার উপদেষ্টাকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা।নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।