আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তারপলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলমআ.লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিলহাসিনা পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে : পিডিবি চেয়ারম্যান
No icon

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাছান মাহমুদকে আটক করা হয়।এয়ারপোর্ট অ্যাভিয়েশন সিকিউরিটির এক কর্মকর্তা জানান, 'দিল্লিগামী বিমানে ওঠার চেষ্টা করছিলেন তিনি।' পরে তাকে তাদের হেফাজতে নেয় বিমানবাহিনী।

সূত্র : ইউএনবি