ইত্যাদির অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, যে কারণ জানা গেলআসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কাআজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে হিমেল বাতাসবিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু আজ
No icon

অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া একজনের বিষয়ে আপত্তি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের একদল তরুণ-তরুণী। তারা আলোচনার মাধ্যমে তাদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন।এই দাবিতে পার্বত্য চট্টগ্রামের প্রায় ২০ তরুণ-তরুণী আজ শুক্রবার বিকেল চারটার দিকে প্রধান উপদেষ্টার থাকার জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে মানববন্ধন করেছেন।মানববন্ধন শেষে তারা প্রতিবাদী গান শুরু করেন। এ সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক চলছিল।মানববন্ধনে অংশ নেওয়া তরুণ-তরুণীরা বলেন, যাকে তাদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলা ছিলেন। তাদের প্রশ্ন, কাদের সঙ্গে আলোচনা করে এমন একজনকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হলো। তারা চান, নির্দলীয়-নিরপেক্ষ কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক, যিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সম্পর্কে জানেন। তারা এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান।নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন দেশ সরকারশূন্য ছিল। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নিয়েছেন। তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। তাদের মধ্যে আছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাও।