ইত্যাদির অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, যে কারণ জানা গেলআসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কাআজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে হিমেল বাতাসবিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু আজ
No icon

বৃষ্টি ঝরবে ৬ বিভাগে

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার বেশ বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিন চলবে বৃষ্টি। দেশের ৬ বিভাগে আজ শুক্রবার বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। শুক্রবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আজ শুক্রবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন কুতুবদিয়ায় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।শনিবারও সারাদেশে বৃষ্টির কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।