আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তারপলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলমআ.লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিলহাসিনা পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে : পিডিবি চেয়ারম্যান
No icon

ঢাকায় ১৬ প্লাটুন আনসার মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগরীতে ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর নির্দেশনা মোতাবেক তাদের মোতায়েন করা হয়েছে।বাহিনীর সদর দপ্তর থেকে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।এক বিজ্ঞপ্তিতে আনসার জানায়, আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে অন্যান্য বাহিনীর সাথে তাদেরকে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। দুষ্কৃতিকারীরা যেন সাধারণ ছাত্র ও জনতার কোনো ধরনের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে সারাদেশে বাহিনীর সব ইউনিটেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।মোতায়েন করাদের মধ্যে ৪০ জন নারী আনসার ব্যাটালিয়ন সদস্য রয়েছে বলেও জানানো হয়েছে।