তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ভূরাজনীতি, রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবারের সফরকে বহুমাত্রিক হিসেবে দেখছেন কূটনীতিকরা। দুই দেশের মধ্যে এবারের সফরে কমপক্ষে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও নিয়েছে দুই দেশ। বাংলাদেশের বেশ কয়েকটি মেগা প্রকল্পে চীনের ঋণের ঘোষণা আসতে পারে। পাশাপাশি এ সফরে বেইজিংয়ে একটি বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এ সম্মেলন থেকে ৭০০ কোটি ডলারের তহবিল সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছে। সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার বেইজিং পৌঁছাবেন। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তাঁর বৈঠক হবে। বৈঠক শেষে স্বাক্ষর হবে চুক্তি ও সমঝোতা। পরদিন বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার। উন্নয়ন অভিযাত্রা যেন বেগবান হয়, সফরে এটাই প্রাধান্য পাবে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর হবে আরেকটি ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রধানমন্ত্রীর এ সফর হবে গেম চেঞ্জার।কূটনৈতিক সূত্রের খবর, প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মুক্তবাণিজ্য চুক্তি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, রোহিঙ্গা সংকট, রিজার্ভ সহায়তা প্রভৃতি বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। সফরে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট ঘাটতি পূরণের জণ্য ঋণসুবিধা নিয়ে আলোচনা হবে। সড়ক, সেতু ও রেলের আরও বেশকটি প্রকল্প বাস্তবায়নে চীনকে পাশে চাইবে বাংলাদেশ।