১৭ জেলায় ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতইসরায়েলি বিমান হামলায় বৈরুতে পাঁচজন নিহতযুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ জয়েরআজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার গ্রেপ্তার
No icon

আজ বৃষ্টি হতে পারে যেসব বিভাগে

সারাদেশেই বাড়ছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উজানের পানিতে ডুবছে দেশের অঞ্চল। এরমধ্যেই সারাদেশে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।গতকাল শুক্রবার আবহাওয়া অফিস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।এদিন সারাদেশে দিনের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।পরদিন রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।